---Advertisement---

অবশেষে জানা গেল রাজ্য সরকার কবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগ করবে – WBSSC Clerk and Group D Update

By
On:
Follow Us

WBSSC Clerk and Group D Update – পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই গ্রুপ-ডি এবং ক্লার্ক সহ নন-টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যেসকল প্রার্থীরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য এই খবরটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর।

এই নিয়োগ প্রক্রিয়ার মূল বিষয়গুলি কী কী ?

এই নিয়োগ পদ্ধতিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলো মূলত আবেদনকারীদের সুবিধার জন্যই। চলুন সেই বিষয়গুলি কী কী সেটি জেনে নিই।

অভিজ্ঞ ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে শিক্ষক নিয়োগে যেমন অভিজ্ঞ ব্যক্তিদের জন্য ১০ নম্বর বরাদ্দ করে রাখা হয়েছে ঠিক তেমনি নন-টিচিং স্টাফ পদের জন্যও ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে অর্থাৎ যারা আগে স্কুলে কাজ করছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। এখানে বছর হিসেবে নম্বর দেওয়া হবে মানে প্রতি বছরের অভিজ্ঞতা অনুযায়ী ২ নম্বর দেওয়া হবে।

দ্রুত নিয়োগ করা হবে (WBSSC Clerk and Group D Update)

স্কুল শিক্ষা দপ্তরের সূত্র মতে জানা গিয়েছে সম্ভবত আগামী সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তির নতুন নিয়ম ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সূত্র মতে এই সিদ্ধান্তটি চাকরিচ্যুত স্কুল কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নেওয়া হয়েছে।

চাকরিহারা প্রার্থীদের ভাতা দেওয়া হবে ?

রাজ্য সরকার এর আগে চাকরিহারা কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে এটি নিয়ে এখন হাইকোর্টে মামলা চলছে। অন্যদিকে সরকারি আধিকারিকরা বলছে এই মামলার কোন প্রভাব ভাতা প্রদানে পড়বে না কারণ সমস্ত আইন মেনেই এই সিদ্ধান্তটি নিয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে চাকরিহারা স্কুল কর্মীরা সরকারের কাছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তারা বলেছেন আবার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া খুবই কঠিন তাদের কাছে। শুধু তাই নয় তারা “টেন্টেড” এবং “আনটেন্টেড” কর্মীদের তালিকা প্রকাশেরও দাবি করেছেন কারণ তাদের ধারণা এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেনা।

দেশের বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পড়ুয়াদের জন্য !

For Feedback - feedback@example.com

Related News

1 thought on “অবশেষে জানা গেল রাজ্য সরকার কবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগ করবে – WBSSC Clerk and Group D Update”

Leave a Comment