PMKVY Free Training 2025 -সম্প্রতি ভারত সরকার PMKVY ফ্লাগশিপ প্রকল্প চালু করেছে যেটির মাধ্যমে দেশের লক্ষ লক্ষ যুবক-যুবতীদের বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে। এই স্কিমটির উদ্দেশ্য হল দেশের সকল তরুণ-তরুণীদের এমন দক্ষতায় প্রশিক্ষিত করা যেটি বর্তমান শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখবে এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলবে।
কী এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) ?
PMKVY (Pradhan Mantri Kaushal Vikas Yojana) হল ভারত সরকারের একটি স্কিল ডেভেলপমেন্ট স্কিম। এটির অধীনে মাধ্যমিক পাশ করা বা বেকার যুবক-যুবতীদের নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও সরকারি সার্টিফিকেট দেওয়া হবে।
এই স্কিমের সুবিধাগুলো কী কী ?
এই স্কিমে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ। পাওয়া যাবে সরকারি স্বীকৃত সার্টিফিকেট। এছাড়াও থাকছে ৮০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। দেওয়া হবে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের সুযোগও। সফ্ট স্কিল, কমিউনিকেশন ও পার্সোনাল গ্রুমিংয়ের ট্রেনিংও দেওয়া হবে। প্রশিক্ষণের পর থাকছে চাকরির সুযোগ বা আত্মনির্ভরশীলতার পথ।
আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে ?
• এখানে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।
• প্রার্থীদের অতন্ত মাধ্যমিক পাশ করতে হবে।
• যদি আপনি বেকার বা স্কুল/কলেজ থেকে ড্রপআউট করে থাকেন তাহলেও এখানে আবেদন করতে পারবেন।
• এছাড়াও থাকতে হবে বৈধ আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
PMKVY Free Training 2025
প্রশিক্ষণের বিষয়বস্তু কী কী ?
PMKVY স্কিমে ৪০টিরও বেশি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যেগুলোর মধ্যে রয়েছে:-
• ওয়েব ডেভেলপমেন্ট
• সফটওয়্যার টেস্টিং
• সাইবার সিকিউরিটি
• গ্রাফিক ডিজাইন
• নার্সিং ও মেডিকেল ইকুইপমেন্ট
• হসপিটালিটি ও কাস্টমার সার্ভিস
• বিউটি অ্যান্ড ওয়েলনেস
• ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং ও ওয়েল্ডিং
• হেভি মেশিন অপারেশন
• অর্গানিক ফার্মিং ও ডেয়ারি ফার্মিং ।
এখন PMKVY স্কিমটির জন্য শহর ও গ্রামের বিভিন্ন অঞ্চলে অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। যারা যারা এই স্কিমের অধীনে প্রশিক্ষণ নিতে চান তারা নিজেদের নিকটবর্তী কেন্দ্র নির্বাচন করে সেখানে অফলাইনে প্রশিক্ষণ নিতে পারেন। যদি আপনি অনলাইনে ট্রেনিং নিতে চান তাহলেও আপনি সেটি করতে পারবেন।
PMKVY 2025 এ কীভাবে রেজিস্ট্রেশন করবেন ?
• এই স্কিমটিতে রেজিস্ট্রেশন করতে আপনাকে প্রথমে PMKVY এর অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে।
• তারপর হোমপেজ থেকে “PMKVY 2025 Registration” অপশনটি সিলেক্ট করতে হবে।
• এরপর আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
• ডকুমেন্ট স্ক্যান করা হয়ে গেলে ফর্মটি সাবমিট করে কনফার্মেশন রিসিপ্ট ডাউনলোড করতে হবে।
PMKVY এর সার্টিফিকেটটি কীভাবে কাজে লাগবে ?
প্রশিক্ষণ শেষ হওয়ার পর পাওয়া (PMKVY Free Training 2025) সার্টিফিকেটটি চাকরি প্রার্থীকে, বিভিন্ন কোম্পানিতে স্কিল যাচাইয়ে এবং সরকারের অন্যান্য স্কিমে অগ্রাধিকার পাওয়ার জন্য কাজে লাগবে। এই সার্টিফিকেটটি দেশের সবজায়গায় কাজে লাগবে।
এই স্কিমে আবেদন করলে কী কী সুবিধা পাওয়া যাবে ?
বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়া যাবে।• আপনি চাকরি অথবা স্টার্টআপের জন্য দক্ষতা অর্জন করতে পারবেন।• প্রশিক্ষণের সময় আপনি ভাতা পাবেন।• বিশ্বস্ত ও সরকারি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স করার সুযোগ পাবেন।
যদি আপনি এখনো কোন চাকরি পাননি বা ভবিষ্যতের জন্য নিজের দক্ষতা বাড়াতে চাইছেন তাহলে PMKVY Free Training Scheme 2025 স্কিমটি আপনার জন্য একটি দারুণ সুযোগ। তাই আর দেরি না করে আজকেই সেখানে আবেদন করে ফেলুন ও নিজেকে আত্মনির্ভর করে তুলুন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
I am very poor and I need it very much.
I want to join