Bank CSP Apply 2025 -ব্যাঙ্কিং পরিষেবা এখন শুধু শহরেই নয় গ্রাম ও মফস্বলেও পৌঁছে গিয়েছে। এই ব্যাঙ্কিং পরিষেবার অন্যতম বিখ্যাত পরিষেবা হল “ব্যাংক CSP” বা Customer Service Point। যদি আপনি নতুন কিছু করতে চান তাহলে এই CSP আপনার জন্য খুব লাভজনক হতে পারে।
কারণ এই পরিষেবার মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ সহজেই ব্যাঙ্কিং পরিষেবা পান তেমনি CSP এজেন্টরাও ভালো টাকা আয় করতে পারেন। পশ্চিমবঙ্গে অনেকগুলো জায়গা এরকম রয়েছে যেখানে এখনো কোনো ব্যাংকের শাখা তৈরি হয়নি তাই CSP একটি ভালো আয়ের উপায় হয়ে উঠতে পারে।
চলুন এবার জেনে নিই CSP কী, এটি কীভাবে কাজ করে, বাংলার কোথায় কোথায় এই পরিষেবাটি উপলব্ধ রয়েছে, কী কী প্রয়োজনীয় শর্তাবলী ও ডকুমেন্ট লাগবে, কীভাবে এটির মাধ্যমে টাকা উপার্জন করা যায় ইত্যাদি।
কী এই ব্যাংক CSP ?
CSP অর্থাৎ Customer Service Point হল ব্যাঙ্কের মিনি শাখা, যেটি কোনো একজন ব্যক্তি বা এজেন্ট পরিচালনা করে। এটি মূলত ব্যাংকের দ্বারা অনুমোদিত একটি আউটলেট। যেটির পরিষেবা গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষেরা নিতে পারেন। CSP এজেন্ট সাধারণত ব্যাংকের হয়ে কাজ করেন ও কমিশন আয় করেন।
এই পরিষেবায় গ্রাহকরা কী কী সুবিধা পান ?
এখানে সহজেই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়।• আপনি এই পরিষেবায় খুব সহজেই Aadhar বা OTP দিয়ে নগদ লেনদেন করতে পারবেন।• এছাড়াও এই পরিষেবায় আপনি আপনার সরকারি ভাতা, পেনশন, গ্যাস ভর্তুকি সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন।• শুধু তাই নয় এখানে খুব সহজেই ব্যালেন্স চেক করা যায়।• এই পরিষেবায় ক্ষুদ্র ঋণ, PMJJBY, PMSBY-র মতো বিমার সুবিধাও পেয়ে যাবেন।• এছাড়াও অ্যাকাউন্টধারীদের ATM কার্ডও দেওয়া হয়।
এ পরিষেবাটি খোলার জন্য কী কী যোগ্যতা ও শর্ত লাগছে ?
যদি আপনি এই পরিষেবাটি চালু করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৮ বছর। • দ্বিতীয়ত আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে। • এছাড়াও থাকতে হবে বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করার জ্ঞানও। • আপনার কাছে একটি দোকান বা ঘরের প্রয়োজন হবে এই কাজটি করার জন্য।
কী কী ডকুমেন্ট লাগবে ? (Bank CSP Apply 2025)
• ভোটার/আধার কার্ড
• পাসপোর্ট সাইজ ছবি
• প্যান কার্ড
• পুলিশ ভেরিফিকেশন
• ব্যাংক স্টেটমেন্ট বা কেওয়াইসি
• ভালো ইন্টারনেট কানেকশন
পশ্চিমবঙ্গের কোন কোন ব্যাঙ্কে এই পরিষেবাটি চালু করেছে ?
পশ্চিমবঙ্গের যেসকল ব্যাঙ্কে এই পরিষেবাটি চালু করা হয়েছে:-
• State Bank of India (SBI)
• Punjab National Bank (PNB)
• Bank of Baroda (BoB)
• Allahabad Bank (এখন Indian Bank)
• Canara Bank
• Bank of India (BOI)
• UCO Bank
• Union Bank of India
• ICICI Bank, HDFC Bank, Axis Bank (প্রাইভেট CSP এর মাধ্যমে)
কীভাবে এই পরিষেবার মাধ্যমে টাকা আয় করা যায় ?
এই পরিষেবাটি চালু করলে আপনি কমিশন ভিত্তিক টাকা উপার্জন করতে পারবেন যেমন:-
• টাকা জমা/ উত্তোলন করলে
• নতুন অ্যাকাউন্ট খুললে
• বিমা বিক্রির কমিশন
• লোন প্রসেসিং ফি
এছাড়াও আপনি মোবাইল রিচার্জ, DTH, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, PAN কার্ড তৈরি, AEPS (Aadhar Enabled Payment System) ব্যবহার করে লেনদেন করলেও আপনি টাকা (Bank CSP Apply 2025) উপার্জন করতে পারবেন। এ পরিষেবাকে ঠিকমতো পরিচালনা করতে পারলে আপনি মাসে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা অথবা তার বেশি আয় করতে পারবেন।
I want open new bank CSP
Yes